০৮ অক্টোবর ২০১৮

পেরেছ কি তুমি

কবি মিশ্র

তুমি কি পেরেছ , কৃষ্ণা তৃতীয়ায়
তোমার মনের কথা বলতে-

তুমি কি পেরেছ, গভীর অমাবস্যায়
স্পর্শে জানিয়ে দিতে
তোমার ভালোবাসার কথা-

পেরেছ কি তুমি, নতুন ভালোবাসার কাছে আমার ভালোবাসাকে তুচ্ছ করতে,

তুমি কি পেরেছ, নিশীথ রাতে
প্রেয়সীর অঙ্গের নিপাট ভাঁজের কথা
অবলীলায় ভুলতে,

তুমি কি পেরেছ, শঙ্খচিলের ডানায়
মেঘবালিকার দেশে পৌঁছে যেতে।।

জানি, তুমি পার না-

আর কি পার না তুমি-
তোমার সমস্ত ভালবাসায় আবার ভরিয়ে দিতে  আমাকে,
আমার অব‍্যক্ত ভাষা বুঝে নিতে পার না -
দিতে পার না তোমার দৃঢ় আলিঙ্গনে বেঁধে
আমার সমস্ত যন্ত্রণা গুঁড়িয়ে দিতে-
পার না- হৃদয়ের ব‍্যাকুলতার কান্না বুঝে নিতে-

জানি, তুমি পার না --

পারবে না কোনদিন
তোমার অহংকার, তোমার উদাসীনতা, তোমার অবহেলা সবই আমার চেনা-

২টি মন্তব্য:

  1. হৃদয় ছুঁয়ে যাওয়া কথামলা
    মুগ্ধতা ভরা আপনার লেখা।
    হারিয়ে যাও কবিতার ভুবনে।
    প্রাণ উজাড় করে লেখো কবি।
    শুভ কামনা রইল

    উত্তরমুছুন

thank you so much