২৬ সেপ্টেম্বর ২০১৭

আফজল আলি

সুখ তীরবর্তী        

আমার কবিতাগুলো ওরকম ছিল না যেরকম তোমরা বলছো
নদীচরে জেগে ওঠে ফাল্গুন মাস
২০১৭ সালেই আমি উন্মুক্ত  হলাম

যখন মেঘ ডাকছিল খুব আর পিপাসা ছিল অতিরিক্ত
আমি নামলাম কয়েকটি স্বরবর্ণ উদ্ধারে

অন্যমনস্ক নিয়ে চলে দূরে কোথায়  
ঢেউ তো ওখানেই আছে যেখানে ঘুম নিগ্রহ হয়

মনের কথা আর কাকেই খুলে বলি
মন তো মনের সাথেই লড়াই করছে ঘরে
বেদনার প্রলেপ মাখতে চিনির সরবৎ খেয়েছি
তবু শব্দযান এগিয়ে আসে
বাড়তি গুরুত্ব দিতে নারাজ ওই সুখ- তীরবর্তী

চায়ের কাপ অন্তর্বতী হল  , কাঁপছিল , যারা কাঁপছিল
তারা সকলে ভাগ করে নিল
           পাকা বেদনার কী দাম

বুক স্থবির , আমাকে নিরুপায়ের ঊর্ধ্বে রাখে
যদি কোনোদিন দেখা হয় , আমিও ভাগ করে নিতাম -   ওহে দুঃখ কারে কয়

1 টি মন্তব্য:

thank you so much