২৬ সেপ্টেম্বর ২০১৭

সমীরণ ঘোষ

কৃষ্ণগহ্বর

যা কিছু ছড়ানো আলো
ফিরে আসছে আমার ভেতর

ক্রমে ক্রমে সংকুচিত, আমার ভেতর এই আমি,কৃষ্ণপরিধি

মহাশূন্যের কোলে একা
ঘুমিয়ে পড়েছি

1 টি মন্তব্য:

  1. আপনাকে শ্রদ্ধা ভালোলাগলো লেখা পড়ে !প্রাণস্পর্শ করলো প্রতিটি শব্দে !

    উত্তরমুছুন

thank you so much