১৬ জুলাই ২০২২

কবি গোলাম কবির এর কবিতা "একদিন কল্পনায় মীর্জা গালিবের সাথে "




একদিন কল্পনায় মীর্জা গালিবের সাথে 

গোলাম কবির



 মসজিদের পথে যেতে যেতে একদিন 
 কল্পনায় মীর্জা গালিবের সাথে হলো দেখা।
 সে বললো তোমার সাথে আমাকেও 
 নিয়ে চলো মসজিদে। বললাম তাকে হেসে,
 " যাও তবে অজু করে এসো, 
 মাতলামি করো না আবার সেখানে গিয়ে। " 
সে তখন বললো, " ঐ অবস্থায় তো কল্পনায়
 যাই সর্বদাই, এখন যেতে চাই জাগরণে! "
 মসজিদের বারান্দায়  পা রাখতেই 
গালিব বললো, " এখানে যারা নামাজ
 পড়ছে ওদের একজনের ও তো অজু 
হয়নি আমার মতে! " আমি তাকে বললাম, 
" কেনো বল তো ভাই! " 
তখন সে রেগে গিয়ে বললো, 
" ওদের কারো হৃদয়ই তো পবিত্র নয়, 
  শুধু বাইরের অজুই কি 
যথেষ্ট তবে নামাজের জন্য? 
 এবং এইজন্যই তো এখানে নামাজ আছে,
 নামাজি আছে, রুকু আছে, সিজদা আছে
 শুধু তাতে আল্লাহর কাছে হাজিরা নেই,
 আছে শুধু সখ্য শয়তানের সাথে,
 অহংকারের চাদরে মোড়া! " 
বলেই সে আবার বের হয়ে গেলো 
মসজিদ থেকে, আমি অবাক বিষ্ময়ে 
তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে
 রইলাম বটগাছের মতো স্থির হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much