ভেঙেছো আমায়
রুকসানা রহমান
তোমাকে খুঁজে ছিলাম কৃত্রিম লেন্সের মায়ার চোখের
স্বর্ণচাঁপা রাত্রির আলোক মিছিলে।
ভেবেছিলে ভেঙ্গেছো তো আমায়
এই দেখে আমি ঠাঁয় আমাতেই দাঁড়িয়ে...!?
শীতল স্হবিরতা ভেঙ্গে আমি নিজেকে গড়তে জানি।
জাগিয়ে রেখেছি তুমুল আঁধারে অনুপম আলোকে
আসবে আবার এসো, দিনগুলো,সন্ধ্যাগুলো
নিয়ে যাও
জ্যাোৎস্নার জলজঘ্রাণ, রাত্রি লেখা কবিতার রোমান্স স্বপ্নঘন ভাঙনের তমসার কিছু মুগ্ধতা।
তবুও কি ভাঙতে পারবে আমায়,যা কিছুতেই যায়না
ভাঙা...?
আমার ভিতরে যেখানে কেবলই আমি, প্রতিটি বাতাসে
আমিই এঁকে দেই খুলে দেই অনন্য পথ।
নদী কি কখনো ভাঙে,ঘুমায় প্রেম বেঁচে থাকে প্রেমিকের দেহে যেখানে আমিই আকাশ কবিতার।
চাঁদ বানভাসি তোমারই মতন বেখেয়ালি মেঘে
ভেসে যায় দারুণ স্রোতের টানে কখনো বজ্রপাতে
কি করে,ফের গড়বে নিজেকে।
এভাবে,ভাঙার খেলা খেলতে - খেলতে না জানি
নিজেকেই ভাঙবে যখন
তখন জলের শরীরে দেখো খোলা হাওয়ায়,আমি
বেজে উঠেছি আমার-আমিকে গড়ে।
অনবদ্য, পাঠমুগ্ধ।
উত্তরমুছুনচমৎকার লিখেছেন কবিতা। পাঠে মুগ্ধতা ছড়িয়ে গেল।
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুন