সুখ
গোলাম মোস্তফা
সুখেরা খুব দ্রুত সরে সরে যায়
সরে সরে যায়
ধরাশায়ী
সুখ খুব তাড়াতাড়ি সরে সরে যায়।
সুখ পেলে শরীরটা আরো সুখ চায়
অনেক বেশি সুখ
পরাশ্রয়ী
সুখের কামনা কেবল বেড়ে বেড়ে যায়
সুখ পেলে শরীরটা আরো সুখ চায়।
সুখ পেলে মনটা নদী হয়ে যায়
সুখে সংগা বদলায়
কচুরীপানা
সুখ পেলে মনটা খরস্রোতা নদী হয়ে যায়।
সুখ কেবল ফস্কে ফস্কে বাইরে যেতে থাকে,
সুখ পেতে পেতে
লোভ
শরীর মন লোভী হয়ে ওঠে।
অনেক অনেক লোভ অন্যর সুখ কেঁড়ে নিতে উদ্যত হয়
লোক দেখানো
স্বার্থপর
সুখ পেতে পেতে শরীর মন লোভী হয়ে যায়।
সুখ পেলে অবিরাম সুখের অসুখ দানা বাঁধে
অনেক অনেক অসুক
মারনব্যাধি
সুখের সব আয়োজন নষ্ট করে অসুখ আসে।
সুখের আশাতে সব উপাদান নেই হয়ে যায়
সুখের আশা তাই ভাল
সুখের অসুখ
বেশি সুখ সুখের আস্বাদ আস্বাদনে গিরে দিয়ে রাখে।
বেশি বেশি সুখ অনেক বেশি অসুখের যোগানদার,
অভাবে অভাবে সুখ
আস্বাদন
অভাবে অভাবে সুখের আস্বাদন অনেক অর্থবহ হয়।
সুন্দর হয়েছে
উত্তরমুছুন