২৫ মে ২০২২

কবি সোমাশ্রী সাহা এর কবিতা "অধঃপতন"






অধঃপতন
সোমাশ্রী সাহা 


উন্মাদ মানব জাতির জন্য করুণা হয়

অকারণ ছুটে বেড়ানো মানুষের জন্য করুণা হয়

এই বোধ হয়, জীবনের ব্যতিরেকে জীবন
আমাদের স্বপ্নেরা বাঁধা আছে আজও
যেখানে নিয়মিত অনিয়ম হয়...
ওরা কি জানে না?
ওরা কি অন্ধ?
ওরা কি জানা বৃত্তের মাঝেও অজানা?

অদৃষ্টের দোহায় দিই না আর
নির্দিষ্ট সত্যে উপনীত হই 
ওরাও বাজায় ধর্মশিক্ষা, যাদের হাতে ধর্মনাশ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much