২১ এপ্রিল ২০২২

কবি অনিক রায় এর কবিতা "বাক্সবন্দি  চিঠিগুলো"




বাক্সবন্দি  চিঠিগুলো
অনিক রায় 

১.
আমি দেয়ালে কার কপাল ভেবে চুমু খাই 
ঠোঁট ভ'রে যায় চুনে 
আমার একাকিত্ব, তুমুল হেঁসে হেঁসে শেষে ম'রে যায়
আমার কার্যকলাপ শুনে।

২.
আমার রক্তের ফেনায় না-পাওয়ার ক্লেদ 
শহরের শেষ রাত্রির অলিগলির মতো ব্যর্থ শূন্যতা।

৩.
কালো চোখের জল যাবি আর কোথা বল
আমার নরম দুই গাল ছেড়ে !  
যেদিকেই দৌড়ে যাই লুকাতে পারি নাই 
দুঃখরা ধেয়েছে আমাকে তেড়ে ।

৪.
জীবনানন্দ আমাদের চোখের সামনে 
বাদামের ঠোঙা হয়ে যাচ্ছেন।

৫.
আমার গোটা জীবন তার খসড়া খাতা ছিল তাই
হিসেব নিকেশ শেষে আমি কাগজের দরে 
কারওয়ান বাজারের ফুটপাতে বিক্রি হয়ে যাই।

৬.
মৃত্যু এসে বুকের কপাটে যদি কোনোদিন কড়া নাড়ে, 
পাঁজরের ভেতরে ইরারে ছাড়া সে পাবে আর খুঁজে কারে !

৭.
স্বর্গের সব অপ্সরীদের অবহেলায় রাখতে পারি 
এমনকি ত্রিলোকশ্রেষ্ট-সুন্দরী উর্বশীকেও দ্বিধাহীন, 
কিন্তু একটিবার তোমাকে না দেখিলে নারী 
নতুন নতুন মৃত্যুতে আমি ম'রে যাই প্রতিদিন।

৮.
আমার মতো ক'রে বুক কাঁপানো নিভৃতে অন্ধকার;
মোম জ্বেলে দেখেছি কি কেউ ইরার—
রক্তকরবীর মতো তাজা টকটকে লাল চোখ আর ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much