১৩ এপ্রিল ২০২২

কবি মোঃসেলিম মিয়া এর কবিতা "মায়ের শাসন"




মায়ের শাসন 
মোঃসেলিম মিয়া 


মা জননী নয়নের মণি 
মুখ টি কেণ ভার?
তোমার ছেলে বাঁদর বলে
গাল দিয়োনা আর।
কানে ধরে করছি শপথ 
ছুটবোনা আর মাঠে---
মগডালে ঐ শালিক পাখি বাসা বাধুঁক তাতে। 
খোঁজবোনা আর ছানা  পাখি  বিবেক হিনের মতো।
খালে বিলে শাপলা শালুক 
ফুটুক যতো শত--
ময়লা কাঁদা মাখবোনা গায়ে 
করছি মাথা নতো!
পুকুর ধারে ছাতেন গাছে মগডালটি বসে,
পানির উপর পড়বো না লাফিয়ে 
খিলখিলিয়ে হেসে। 
রাখাল ছেলে বারেক পানে
যতই ডাকুক ক্ষণে,
তার সনে আর খেলবোনা মাগো
নিজের ইচ্ছা ভুলে।
বাড়ির পাশের মাঁচান ক্ষেতে
শসা ভুরি ভুরি---
 ডাব পেঁয়ারা জাম্বুরা
ডালিম করবোনা আর চুরি! 
ভর দুপুরে মাঠের পানে
ডাংগুলি ঐ খেলা! 
নাওয়া খাওয়া গেছি ভুলে
ফিরছি সন্ধ্যা বেলা।
মায়ের চোখ ফাঁকি দিয়ে
ফিরছি যখন ঘরে, 
মা জননী আসছে তেড়ে 
বাঁচবো কেমন করে? 
মায়ের হাতের চপেটাঘাত 
খেলাম ইচ্ছে মতো,
মনে মনে করছি শপথ সুবোধ বালকের মতো।
ছোট্ট বেলার মধুর স্মৃতি ভুলি কেমন করে? 
চপেটাঘাত মায়ের শাসন 
স্মৃতি জাগায়  মোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much