মায়ের কোল
সেলিম সেখ
ওই দেখো খোকন সোনা
মায়ের কোলে বসে,
বলছে সে অনেক কিছু
আপন-মনে খুশে।
মিষ্টি মধুর চেহারা তার
জুড়াতো মায়ের কোল,
মা হীনা আঁখিতে তার
আসতো দুখের জল।
মায়ের কোলে মাথা রেখে
পেত সে চিরসুখ,
মা যে নেই এখন
রয়ে গেছে তাই দুখ।
দুঃখ ভরা জীবন নিয়ে
চলে সমুখ পানে,
মা হীনা জীবন যে তার
দুর্বিষহ তা জানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much