নারী
মহুয়া চক্রবর্তী
মানুষ হয়ে এলে তুমি
এই ভুবনে,
তবু তোমার হুঁশ এলো না
এই জীবনে।
বনের পশু ও বোঝে যখন
নিখুঁত ভালোবাসা
পুরুষ শুধু মেটায় তার
নিছক পিপাসা।
পথে পথে পুড়ছে দেখো
নারীর সম্মান,
নিজের জীবন পণ্য করে
করছে জীবন দান।
নারীকে বিবস্ত্র করে
ওদের আসে সুখ,
অমন সন্তান জন্ম দিয়ে
পুড়ছে মায়ের মুখ।
সে যুগ হয়েছে বাঁশি
যে যুগে পুরুষ দাস ছিল না
নারী রাই ছিল দাসী।
এল বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
কেউ রবে না বন্দী কাহারও-
বেজেছে ঢাক আজি।
নারী তোমার জন্মদাত্রী
নারী তোমার গৃহিণী
নারীবিহীন পিতা নামের
পরিচিতি যে আসেনি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much