২১ মার্চ ২০২২

কবি সানোয়ার হোসেন এর কবিতা 




বন্ধ ঘরেও ক'দম হাঁটি
সানোয়ার হোসেন

কেনো চাও ধরতে আমায়,
 হিংসা বিদ্বেষে বন্ধ করে মনের দ্বার।
আমি তো শূন্যে ভাসমান,
আমিতে আমি যে শুধুই রূপকার।

বন্ধু,, ধরি ধরি করি, 
ধরবে কবে এই শূন্য হাওয়া।
ধরায় মলিন স্বপ্নের মাঝে 
আমি উড়ি ফেলিয়া ছায়া।

 ক্ষণে থাকি তোমারই মাঝে,
ক্ষণে তরু  ক্ষণে হাওয়ায়।
আমি ক্ষণে নরকে ছুটে যায়,
স্বর্গেও যে  চলি ধির পায়।

বন্ধু, এই ক্ষণিকের চাষারে 
কি করে ধরবে শুনি ?
 
ছয় ঋতুর রঙিন আকাশে আমি,
ফুল ভ্রোমরে মত গানে বিভোর।
বন্ধ ঘরেও যে ক'দম  হাঁটি,
নিঃশ্বাসের হাওয়ায় বসতি মোর।

ঐ যে উঠেছে চাঁদ, সে তো আমি
আমিই জোনাকির ছায়া।
গ্রীষ্মের শিমুল তুলার মাঝেও আমি
আমিই চৈত্রের  হাওয়া।

আমায় কি ধরতে পারবে বন্ধু ?
যদি ধরো, তবে খুলো মনের দ্বার।
তুমি যদি উদাসী হও বন্ধু 
তবেই পাবে, এই আমিতে সকল আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much