২১ মার্চ ২০২২

কবি বকুল  আশরাফ এর কবিতা




টোকা-টংকার
বকুল  আশরাফ

কোথায় দাঁড়িয়ে আছ, কোথায় দাঁড়িয়ে ছিলে,
কি ভাবছো এতো পথ হেঁটে; এই শেষ বিকেলে!
হার্টের দুটো বাল্ভ নিয়ে যাবে কোন ডাক্তার-বাড়ি
নাকি আধুনিক যৌনতায় ভালোবাসায় দেবে আড়ি !

কেনো ভুলে থাকো রাজসভার কবিতা
কেনো ভুলে গেছ মঙ্গল-চর্যা-গীতিকা
দ্যাখো ঐ ভেসে আছে ইথারে ধ্বনি
এতো ছোঁয়াছুঁয়ি শেষে যাবে এক্ষুণি ?

সল্তা জ্বালিয়ে পুঁথিপাঠ কেন গেছ ভুলে
খাদ্যগাছ মরে যায় জঞ্জাল জন্মালে।
প্রযুক্তি দিয়েছে হাসি তথ্য চারপাশি
ইন্টারনেট ভাবিয়েছে কি ! বলেছে, ‘আসি’ !

ভালোবাসার ¯স্রোতে ডুবে যায় ঘরবাড়ি 
সে ও হেরে যায় যে ছিলো প্রবল-সংসারি।
অপেক্ষার মোবাইল ফোনে প্রতিরোধের বাঙ্কার
ভেঙ্গে ফেলতে জানি তুলে টোকা-টংকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much