চাওয়া
হাতে আছে ঈশ্বরের হাত,
মগ্ন আমি আমাতে দেখেছো?
পরিপূর্ণ সমর্পণের পরে
দুটি বিন্দু অশ্রুকে রেখেছো
বিষণ্ণতা মুছে দেবে বলে।
ঘন করে কাজলে লুকালে
হাসির আড়ালে থাকা চোখ।
আর কি কি আছে সে আড়ালে?
কাছে এসো, জীবনের ঘ্রাণে
দুটি দণ্ড তীব্র বেঁচে নাও।
সঙ্গী করো আকাশের তারা,
যেদিকে ইচ্ছে চলে যাও।
উত্তর আকাশে চেয়ে দ্যাখো,
প্রিয়তম নক্ষত্রের দল
ফুটে আছে কাছে নেবে বলে,
মৃগশিরা নক্ষত্রের জল
আমারো দুচোখে নেমে আসে।
ভরণী কৃত্তিকা ডাকে এসো,
কে বলেছে কেউ কাছে নেই?
ঐ তারাটির পাশে বোসো।
দ্যাখো আজ আর দুঃখ নেই।
সব ভেসে গেছে প্রতিপদে।
স্থির অমা অপেক্ষাও করে,
ফিরে পাবে তাকেও প্রচ্ছদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much