এক লাইনের কবিতা
১.গাছ আমার পূর্ব জন্মের মা।
২.এতো ঈশ্বর আমাদের কোন কাজে লাগে?
৩. প্রেমের পথ সর্বদা মেঘলা।
৪. তোমার বীজতলা জুড়ে নানা রঙের পায়ের ছাপ।
৫. একটাই গ্লাস- কখনো দুধ কখনো মদ
৬. তোমার সমুদ্রে আমি এক অন্ধ নাবিক
৭.অন্ধকারে গাছ মায়ের প্রেমিক
৮.কবিরাজের স্পর্শ পেলে গাছ ঈশ্বর
৯. কয়েনের ওপিঠে তুমি তাই দেখা হলো না
১০.চাকাহীন গাড়ির নাম নদী
১১.জোছনা সরে গেলে শংখ লাগে বিছানায়
১২. সর্ম্পক একটি সাঁকো
১৩.সর্ম্পকের বুকে নানা রঙের ঢেউ
১৪. ডুবুরি অথচ পথহারা তোমার সমুদ্রে
১৫. তুমি- কারো জায়া কারো মায়া
১৬. বহু রঙের আমি নিজেই মিছিল
১৭. সানাই বাজলে পুড়ে যায় মনখারাপ
১৮. কোনো কোনো পুরুষ ঘুম হন্তারক কেউ কেউ ঘুমের ঔষধ
১৯. ঠোঁট লেখে চিঠি তুমি বলো চুম্বন
২০. গন্ধের মধ্যে ঘুমিয়ে থাকে খিদে।
২১। এতো ঈশ্বর আমাদের কোন কাজে লাগে
২২।পাতাদের গ্রামে জেগে থাকে আমাদের আত্মা
২৩।মা - একটি রক্ষাকবচ
২৪.মৃত্যু র ডাক নাম জীবন
২৫.অন্ধ রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে ভালোবাসার রং
চমৎকার বিন্যাসে
উত্তরমুছুন