অবশেষে কবিতা লিখে ফেললাম
একটা কবিতা লিখবো লিখবো করে অবশেষে লিখেই ফেললাম, যে কবিতায় আছে সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাংলা মায়ের কথা। অাছে ষড়ঋতু-গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের কথা। বহতা পদ্মা, মেঘনা, যমুনা আর আত্রাইয়ের কথাও বাদ যায়নি যেথা। আছে সব মুঘল, নবাব আর ইংরেজ আমলের একচ্ছত্র শাসনামলের কথা, সাতচল্লিশে অর্জিত কাঙ্খিত স্বাধীনতা আর একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের কথাও আছে সেথা। বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদ সালাম, বরকত ও জব্বার সহ সংশ্লিষ্টদের কথাও আছে সেথা। ঠাঁই পেয়েছে সেথা নজরুল, রবীন্দ্রনাথের মত বিশ্ববরণ্য সব খ্যাতনামা কবিদের কথা, দেশ মাতৃকার তরে শহীদ হয়েছেন যারা অকুতোভয় সেই বীর মুক্তিযোদ্ধা-সেনানীদের কথা। আছে ত্রিশ লক্ষ বাঙ্গালীর জীবনের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার কথা। আরও আছে মহান নেতা 'বঙ্গবন্ধুর' কথা-যাঁর ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো যারা, এনেছিলো ছিনিয়ে সেদিন মহান স্বাধীনতা, বাংলা মায়ের সাহসী দামাল সূর্যসন্তানেরা। কবিতা লিখবো লিখবো করে অবশেষে একটা কবিতা কিন্তু লিখেই ফেললাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much