এঁকেছি মুখ
কবুতর উড়িয়ে দিয়ে এঁকেছি তোমার মুখ।
মুখ ফিরিয়ে নিলেও আকাশ থাকবে বাতাস বইবে।
ঝড় আসবে।বহুকোটি বছর ধরে অসংখ্য শেওলায়
ঢেকে দেবে মমিশরীর।পাষাণ শরীর।এসো শরীর পাখি উড়ে যাক অরণ্যসুন্দর প্রকৃতির গহনমাঝে।
কিছুকাল নেচে যাক একটি নির্ভুল সকাল।
ছাদের কার্নিশ থেকে আগাছা উপড়ে ফেললেই বহুকাল বেঁচে থাকে গৃহসুখি চড়ুই।
চলো,আঁকি মুখ-মুখোশ খোলে রাখো
বিসমিল্লাহ খান বেজে উঠুক।
২৩:০৭:২০২১ বেলা:০৪:৪০মি কুমারঘাট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much