০১ আগস্ট ২০২১

স্বপন কুমার ধর




প্রেরণাদাত্রী



হেরে গেছি আমি সময়ের কাছে,

দুঃখ নেই তাতে।

যুগিয়েছো তুমি নবোদ্যমে আশা,

ভগ্ন হৃদয়কে তুমি করে তুলেছো তাজা,

পাশে থেকে সদা, বলে গেছো তুমি,

" তুমিই জয়ী হবে "।


উদাসী মন নিয়ে যখন, বসি গিয়ে তীরে,

দেখি নৌকাটি চলে যায় দূরে।

আনমনে ভাবি আর কতদূরে,

দেবে সে সুদূরে পাড়ি।

পাশে এসে বসে, তুমিই বলেছো,

" তুমিই জয়ী হবে "।


শিক্ষা, খেলা কিংবা বিনোদন,

জীবিকার খোঁজে ব‌্যর্থ যখন মন।

ক্লান্তি ও গ্লানি ঘিরে ধরেছিল মোরে,

একবারের জন্যেও তুমি, কিন্তু যাওনি সরে।

স্পর্শকাতর কথায় প্রেরণা যুগিয়েছো, বলেছো -

" তুমিই জয়ী হবে "।


আজ যত ভাবি নিজেরই অজান্তে,

পৌঁছে গেছো তুমি কোন্ দূর-দূরান্তে!

তারা হয়ে হয়তো দেখছো আমায়,

এ জীবনে আর, পাশে পাবোনা তোমায়।

হেরে গেছি আমি, তোমারই ভবে,

বলবে না কেউ " তুমি জয়ী হবে "।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much