০১ আগস্ট ২০২১

সাইফুল আলিম




সানা মনির  জন্মবার্ষিকী 



এই করোনার মহা মারিতে

আসলো ছুটে ভবে 

স্মৃতির  পাতায় নাম লিখিয়ে 

রাখলো তাহা সবে।


১৫ই জুলাই দু’হাজার বিশ এ

জন্ম নিলো সানা 

এই সময়ে করোনার বিষে

ভোগছিলো তার নানা।


বিশ্বে যখন আসলো গজব

বান্দর ই সব দায়

সানা মনি চোঁখ খুলিয়া

আজব দুনিয়া চায়।


পাড়া পরশী উঠলো জেগে 

কান্না শুনে তার

এমন সময় মহা বিশ্বে, আবার

জন্ম হলো কার!!


প্রথম কান্নায় দাদি নানিরা

উঠলো মেতে হেসে 

আদর করে বুকে টেনে

চুমায় ভালোবেসে।


চাচারা সবাই দেখতে ছুটে 

চাঁদের ন্যায় ঐ মুখ 

ফুফু  খালা সব খুশির সংবাদে

ভরে গেছে তাদের বুক।


দাদু ডেকে কয়,দেখো না চেয়ে

খেলছে কেমন করে

এ বুঝি এলো ভাগ্যবতী

বিশ্ব মানবের তরে। 


বাবা যে সদা, করে বকা যকা

দুর্ভিক্ষে কেনো এলো

রাস্তা, ঘাটে গড়াগড়ি করে

কতো যে প্রান গেলো।


দোয়া মাঙ্গে বাবা, ওগো দয়াময় 

করোনা ই এখন শিষ্যে

সানা মনিকে বাচিয়ে রেখো

এই যে মহা বিশ্বে। 


দিনের পরে মাস চলে যায় 

আসলো বছর ফিরে 

স্বপ্ন সবার হবে যে বড়

জ্ঞানী গুনীদের ভীরে।


নিপা কেঁদে কয় ওগো  দয়াময় 

নিওনা করোনায় প্রান

সানা যে আমার পরশ মনি

রাখিও সদা মান।


জন্ম দিনে এই মিনতি 

করি বারংবার 

গোলাপ,বেলী,বকুলের ন্যায়

প্রভু করো চমৎকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much