২৮ ডিসেম্বর ২০২০

মোফাক হোসেন



আঁতুড় ঘর


জলের বিছানায় শুয়ে

কি করে ভালো থাকবো?

বড় বড় পাহাড় এসে 

চেপে বসে বুকে।

শ্রাবণের বৃষ্টি ধারা 

দু'কূল ছাপিয়ে ভিজিয়ে দেয়,

আমার সমস্ত শরীর।


অঝোর ধারায় কেঁদে উঠে,দ্বিবেনী

আপন করে নি কেউ!

প্রতিটা বিনিদ্র রাত

জীবনের দ্বারে দাঁড়িয়ে 

মহেন্দ্রক্ষণ জন্ম দেয় 

একটি কবিতার।

মনের জঠরে যন্ত্রণার 

আঁতুড় ঘরে অনন্ত প্রতীক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much