১৬ সেপ্টেম্বর ২০১৮

প্রেম একটি রাসায়নিক বিক্রিয়া 

সামিরুল মণ্ডল

স্নিগ্ধ জ্যোৎস্নার ঢেউয়ে আবেগী নৌকাবিলাস
বিবর্ণ হৃদয়ের প্রচ্ছায়ার মতো ম্রিয়মান সঞ্চিত নীরবতা। 
পিপাসু মনে আকুল করা বিশুদ্ধ অভিযোজন
সৃজনেসু প্রিয় বাতাস বয়ে আনে তোমার সোঁদা গন্ধ
চিত্রলিপিতে ফুটে ওঠে সেই উর্বরমুখ।
ঠিক তার বিপরীতে;
অস্তিত্বের অবস্থান খুঁজতে গিয়ে সব অনুভূতি পালিয়ে যায়।
আঁধারের বুকে জ্যোৎস্নারা লুকোচুরি খেলে
তবু অপেক্ষায়...........
ছিন্ন প্রেমের বন্ধনে x,y এর মান খুঁজতে খুঁজতে মনে হয়......
প্রেম একটি রাসায়নিক  বিক্রিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much