নিখোঁজ
আমার পরিতৃপ্তির মাপকাঠিটা খুঁজে পাই নি ; রাস্তা পার হয়ে নদী ছুঁলাম , নদী পার হয়ে সাগর ; উপত্যকা পার হয়ে পাহাড় ছুঁলাম , পাহাড় পার হয়ে আকাশ ; পরিতৃপ্তির মাপকাঠিটা তবুও খুঁজে পাই নি তো l গিয়েছিলাম খবরের কাগজের অফিসে , গিয়েছিলাম নামী গোয়েন্দার কাছে ; না -কেউ খুঁজে দিতে পারে নি আমার পরিতৃপ্তির মাপকাঠিটা ; আর খুঁজব না -ক্লান্তি আমার বলে দিয়েছে , আমার অক্লান্ত চাওয়াগুলো হারিয়ে ফেলেছে আমার পরিতৃপ্তির মাপকাঠিটা l
এটাই প্রকৃত শিল্পী,কবির নিয়তি।
উত্তরমুছুন