তোর সাথে
তোর সাথে আজ ভিজবো আমি
ঘাসে ঢাকা ওই সবুজ মাঠে ,
তোর সাথে আমি ভিজবো শুধু
একলা রাতে নিঝুম পথে ৷
রাখবে ঢেকে আবডালে তে
বাদল ধারা জাপটে ধরে ,
বারি বিন্দু পড়বে মুখে
ভাসিয়ে নেবে প্লাবন তোরে ৷
ইচ্ছে করে ভিজবো আমি
শেওলা ধরা খোলা ছাদে ,
পিছলে গিয়ে পড়লে পরে
ধরবি যে তুই শক্ত হাতে ৷
এই শ্রাবণের পাগল ধারায়
শুধু তোকে ছুঁতে যাই ,
রিম ঝিম ওই নৃত্য তালে
ভিজতে ভীষণ চাই ৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much