০৪ আগস্ট ২০১৮

   কাকলী দাস ঘোষ

নিখোঁজ

আমার পরিতৃপ্তির মাপকাঠিটা খুঁজে পাই নি ;  রাস্তা পার হয়ে নদী ছুঁলাম , নদী পার হয়ে সাগর ;  উপত্যকা পার হয়ে পাহাড় ছুঁলাম , পাহাড় পার হয়ে আকাশ ;  পরিতৃপ্তির মাপকাঠিটা তবুও খুঁজে পাই নি তো l গিয়েছিলাম খবরের কাগজের অফিসে , গিয়েছিলাম নামী গোয়েন্দার কাছে ;  না -কেউ খুঁজে দিতে পারে নি আমার পরিতৃপ্তির মাপকাঠিটা ;  আর খুঁজব না -ক্লান্তি আমার বলে দিয়েছে , আমার অক্লান্ত চাওয়াগুলো হারিয়ে ফেলেছে  আমার পরিতৃপ্তির মাপকাঠিটা l     

০২ আগস্ট ২০১৮

পূর্ণিমা ভট্টাচার্য (টুকুন)

তোর সাথে

তোর সাথে আজ ভিজবো আমি
ঘাসে ঢাকা ওই সবুজ মাঠে ,
তোর সাথে আমি ভিজবো শুধু
একলা রাতে নিঝুম পথে ৷
    রাখবে ঢেকে আবডালে তে
    বাদল ধারা জাপটে ধরে ,
    বারি বিন্দু পড়বে মুখে
    ভাসিয়ে নেবে প্লাবন তোরে ৷
ইচ্ছে করে ভিজবো আমি
শেওলা ধরা খোলা ছাদে ,
পিছলে গিয়ে পড়লে পরে
ধরবি যে তুই শক্ত হাতে ৷
   এই শ্রাবণের পাগল ধারায়
   শুধু তোকে ছুঁতে যাই ,
   রিম ঝিম ওই নৃত্য তালে
   ভিজতে ভীষণ চাই ৷৷