স্মৃতি
রাত্রির বিষন্ন অন্ধকারের গায়ে ইচ্ছে করে উড়িয়ে দেই কর্পূরের মতো সমস্ত স্মৃতি।
নিদ্রাহীন দীর্ঘতম রাএির রোলিং ধরে চোখের কার্নিস বেয়ে জল হয়ে দাড়ায় যে ছায়া
গাঢ় নিস্তব্ধতা ভাঙে তার মৌখর্যে।
গ্রীস্মের অগ্নিতে পোড়া শরীরে
বিন্দু বিন্দু ঘামের মৌ মৌ গন্ধে
দারুণ মৌতাতে মুহূর্তে শুষে নেই সবটুকু নির্যাস।
রাএি জাগা দুঃস্বপ্নের চাদরে মোড়ানো কোন স্মৃতি তবে ঝেড়ে ফেলতে চাই মাকড়সার জালের মতো?
হাজারো প্রশ্নের মুখোমুখি বিবেকের কাঠগড়ায় দাড়ানো আসামী..
জানি না এর উঃ মৌনতার কাছে হেরে যাই।
অতঃপর স্মিত হাসিতে মুখ খোলে ছায়া..
স্বেচ্ছায় বুকের কপাট খুলে যাকে আটকে রেখেছো তাকে ভুল বলে কেন সরে যেতে চাও
বিরোধী অভিমানে?
আগুন নিয়ে খেলা করার তীব্র বাসনা ছুড়ে দিতে চাও কোন আক্ষেপে?
চেতনার করাঘাতে নতজানু আসামী বেড়িয়ে আসি মৌনতার বৃত্ত থেকে।
একচ্ছত্র সাম্রাজ্যে যখন দৈত টান,সংবিধানের কড়াকড়ি,
কাঁটাতারের বেড়াজাল...
সাধ্যতিত প্রত্যাশা পুড়িয়ে দেয়
স্বাচ্ছন্দের বাড়ি ঘর,
বিবর্ণতায় ঢেকে যায়
সোনালী সকালের সব উপমা?
বেলা অবেলা বলে জানিনা কিছু,
আনার কলি নয়,নয় রাই বিনোদিনি
তোমাকে ভালোবেসে কেবলই হতে চেয়েছি বনলতা সেন।।।