২৮ জুলাই ২০১৮

সাইফুল আলিম

মেঘ - বৃষ্টির অভিমান

ঘন কালো মুখটা তাহার
এই অম্বরে ঢাকে
এদিক ওদিক ছুটছে সেথায়
নীল গগনের ফাঁকে ।

পুরো গগনে কোথাও খুঁজে
পাইনি মিষ্টি হাসি
কাশ বনেতে ফুল ফোটে না
দুঃখ রাশি রাশি।

ভোর আকাশের সূর্য হাসি
গোমরে গোমরে কাঁদে
ভর দুপুরের আলোর প্রদীপ
পড়লো মেঘের ফাঁদে ।

মিহি জোৎস্নার আলোর ছোঁয়া
মেঘ রাখিলো বেঁধে
আর করো না অভিমান তুমি
বৃষ্টি  সুধাও কেঁদে।

রাত্র নীশির তারার খেলা
যায় না দেখা আজ
তোমার ভয়ে আর হাসে না
গোলাপ, গন্ধরাজ।

দিনের পর দিন চলে যায়
রাতের পরে রাত
গোমরা হয়ে থাকলে তুমি
আসবে না প্রভাত।

সাক্ষী গগন ভুগছে মানব
নান্দনিক এই কান্নায়
এই পৃথিবীর আবাস ভূমি
ভাসছে জলে বন্যায় ।

শ্রাবণ মাসের জমকালো মেঘ
একটু তুমি হাসো
মান অভিমান ভুলে গিয়ে
আমায় ভালোবাসো।

আর কতো দিন এমনই রবে
গোমরা করে মুখ
বৃষ্টি নামক অশ্রু ঝরুক
পাও যদি আজ সুখ।

মান অভিমান আর কতো কাল
রাখবে বুকে ধরে
মানব জাতির জীবন তরী
ভাঙ্গে কেমন করে।

মেঘ ☁ তুমি রাগ করো না
আমায় ভালবাসো
বৃষ্টির জলে স্নান করাবো
এই না কাছে আসো।

1 টি মন্তব্য:

thank you so much