কবি মোঃ সেলিম মিয়া'র কবিতা "সময়ের ঘড়ি "





সময়ের ঘড়ি

 মোঃ সেলিম মিয়া


দিবস পেড়িয়ে আঁধার ঘণ
আঁধার পেড়িয়ে দিন,
সময়ের গতিতে সময় পেড়িয়ে  
 যাবার প্রস্তুুতি নিন।

শুরু হলো জীবন সেদিন 
নেংটা কালের খেলা,
কেটে গেছে কতো সময়
মেঘে মেঘে দিন বেলা!

কালো চুল হয়েছে ধূসর 
চামড়ায় ধরেছে ভাঁজ, 
সময়ের ঘড়ি সঠিক সময়েই 
হিসেব রেখেছে আজ।

চোখের পলকে কেটে গেছে সময় 
বিদায়ের হাতছানি, 
যৌবন পেড়িয়ে পৌর এখন  
সরষের ফুলদানি! 

জীবন গড়ার হিসেব কষেই 
জীবন হয়েছে পার,
সময়ের ঘড়ি ভাগ্যের চাকা 
থেমে গেছে কাজ কারবার! 

চোখের সামনে ভাসছে সাগর
 তপ্ত মরুভূমি, 
সারাটি জীবন কামিয়ে পাপ 
কেমনে পেরোবো আমি?

পাপের পাল্লা হয়েছে ভারি 
পূন্যের কিছু নাই, 
পড়ন্ত বিকেলে শেষ প্রহরে 
ফিরে এলো হুস তাই ? 

আমি নিঃশ্ব আমি রিক্ত 
বিধাতার চরণে ঠাঁই,
পাপের পাল্লা পাহাড় সমান
ক্ষমা কেমনে পাই?

বয়সের ফেরে সেই শিশু আমি
মাজুর এক পিতা?
দয়ার সাগর দয়াল তুমি 
ছিটকে ফেলোনা একা!
হাসরের মাঠে শেষ বিচারে 
পাই যেন তোমার দেখা!

মন্তব্যসমূহ

  1. ভাল হয়েছে, আগামীর কবিতা লেখার জন্য শুভ কামনা রইল।

    উত্তরমুছুন
  2. সম্মানিত স্যারের কবিতাটি অনেক সুন্দর হয়েছ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much

সুন্দর ভিউজ নজর করুন

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৬