২১ মার্চ ২০২৪

কবি দেবব্রত সরকারের কবিতা "প্রেম করেছে খোঁজ"


প্রেম করেছে খোঁজ
দেবব্রত সরকার

আর কতটা হওয়া যায় লাল
যতটা ঠিক হবেনা তুমি চোখে
তার চেওয় অনেক বেশি জাল
বলকু ভালো নাইবলুক লোকে

আমিতো বলি নির্ভেজাল কথা
যার উপর ভরসা করে রাগ 
মনের মধ্যে অপূর্ব বোধ গাঁথা
বল আমাকে কোথায় লেগে দাগ

মুছে দেওয়া উচিত ছিল স্বাদ
মনের কথা আটকে গেছে রোজ
মন বলেছে আমার হৃদে নাদ
তোমার রূপে প্রেম করেছে খোঁজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much