কবি দেবব্রত সরকারের কবিতা "প্রেম করেছে খোঁজ"


প্রেম করেছে খোঁজ
দেবব্রত সরকার

আর কতটা হওয়া যায় লাল
যতটা ঠিক হবেনা তুমি চোখে
তার চেওয় অনেক বেশি জাল
বলকু ভালো নাইবলুক লোকে

আমিতো বলি নির্ভেজাল কথা
যার উপর ভরসা করে রাগ 
মনের মধ্যে অপূর্ব বোধ গাঁথা
বল আমাকে কোথায় লেগে দাগ

মুছে দেওয়া উচিত ছিল স্বাদ
মনের কথা আটকে গেছে রোজ
মন বলেছে আমার হৃদে নাদ
তোমার রূপে প্রেম করেছে খোঁজ

মন্তব্যসমূহ

সুন্দর ভিউজ নজর করুন

কবি মোঃ সেলিম মিয়া'র কবিতা "সময়ের ঘড়ি "

কবি আমিনা তাবাসসুম এর কবিতা

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৬