২৪ সেপ্টেম্বর ২০২২

কবি নীল গৌরব মামুন এর কবিতা "আযাব"




আযাব

নীল গৌরব মামুন


সেইদিন সব নক্ষত্র নিষ্প্রভ হয়ে ঝরে পড়বে
ধুলোয় লুটোবে উৎসব শেষের রাঙতার মত।
বাতাস ভুলে যাবে বইতে
যাবতীয় স্রোত হবে স্তব্ধ। 
সেইদিন কাঁদতেও ভুলে যাবে সকলে
অন্ধকার আরও নিকষ হবে ক্রমশ।
যেদিন তুমি আর তাকাবেনা আমার চোখের দিকে
যেদিন তুমি আর ঘরে ফিরিয়ে দেবার জন্যে আগলাবেনা মানস চৌকাঠ 
যেদিন তুমি আর মায়া ডাকে মোছাবেনা অন্ধকার 
প্রিয়তম নারী সেইদিনই আযাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much