২৪ সেপ্টেম্বর ২০২২

কবি নীল গৌরব মামুন এর কবিতা "আযাব"




আযাব

নীল গৌরব মামুন


সেইদিন সব নক্ষত্র নিষ্প্রভ হয়ে ঝরে পড়বে
ধুলোয় লুটোবে উৎসব শেষের রাঙতার মত।
বাতাস ভুলে যাবে বইতে
যাবতীয় স্রোত হবে স্তব্ধ। 
সেইদিন কাঁদতেও ভুলে যাবে সকলে
অন্ধকার আরও নিকষ হবে ক্রমশ।
যেদিন তুমি আর তাকাবেনা আমার চোখের দিকে
যেদিন তুমি আর ঘরে ফিরিয়ে দেবার জন্যে আগলাবেনা মানস চৌকাঠ 
যেদিন তুমি আর মায়া ডাকে মোছাবেনা অন্ধকার 
প্রিয়তম নারী সেইদিনই আযাব।

১২ সেপ্টেম্বর ২০২২

Poetry of poet Suparna Chatterjee




It's only my mind

Suparna Chatterjee



Nothing is mine,
Nobody is mine,
Nothing can keep me in Mind. 
Except my beloved one 
Who is my beloved Mind.

Anyone can make me cry,
But only my mind can make it
stop.
Anyone can tell me a lie,
But my mind always try to fly
To reach my imaginary lane.
Anyone can give me pain
To hurt me again and again.
 But if it is seen by my Mind,
Make me try to understand, And give me strength to bear.
Bcz only my mind loves me
And I am only his dear.
If I want to laugh with all my heart,
Only my mind can help me to start.
Where there is anyone to love,
No matter without his choice my mind can love.
Whatever I want to imagine
My mind helps me to win.
Still it's my pleasure 
To say everything.