২৮ জুলাই ২০২২

কবি বানীব্রত এর কবিতা "ভরা থাক স্মৃতি শুধায় "





ভরা থাক স্মৃতি শুধায় 
বানীব্রত 

সেদিন সূর্য ঢলে পড়েছিল পশ্চিমাকাশে
গোধুলির আলো পড়েছে মোহরকুঞ্জে
নিয়নের আলো জ্বলেছে নন্দন চত্বরে 
সেই আলো বিদির্ন করে তোমার আগমন। 

সামনে ঘোষকের সুরেলা কন্ঠ
সুবোধ বাবুর মঞ্চে আনাগোনা
সাহিত্যের ভাষনে হাততালির কলতান
সেল্ফির বহর চলে চার দিকে।

শুধু দৃষ্টি বিনিময় ঠোঁটের কোনে হাসি
সময় বয়ে চলে রাত গাঢ় হতে থাকে
ঘরের ফেরার পালা সবার,
তারই মাঝে বিদায়ী করমর্দন। 

এরপর কফি হাউসের নিরালা বিকেলে
কল কোলাহলের মাঝে ছুঁয়ে দেখা
কফি কাপ হাতে  ঘন্টার পর ঘন্টা
শুধু দুজনে কুজনে সুজনে। 

কোনো এক তাপিত দুপুরের হাতছানিতে
দুটি মনের আকুল আর্তি
নিরালায় কাছে পাওয়া 
সুখের চাদরে মুহূর্তে ডুবে যাওয়া।

ভালোবাসার ছোঁয়ার স্পর্শ 
ওষ্ঠের উষ্ণ অভ্যর্থনা 
কতো ভালো লাগা
নিবিড়  বাধনে বাঁধা।

তবুও হয়ে গেল ভুল
মনের দ্বিচারিতায় অনিচ্ছাকৃত
পেলে কষ্ট  ভাষা হারালো 
ভালোবাসার কাছে। 

আজও আছে মনের অতলে
কষ্টের চাদরের নিচে,
অনুতাপের অনলে 
ক্ষমা করো তারে অন্তর হতে।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much