১৯ সেপ্টেম্বর ২০২১

কবি বিকাশ সরকারের কবিতা


হিম আজ এক্কার বউ 


চায়ের চিকন পাতা ছিঁড়ি ফ্ৰান্সিস এক্কার সাথে; তখন সকাল

হিম এসে লেগে যায় হাতে, অতএব চুপচাপ খাব গরম নুন চা

তারপর ছায়াগাছে সূৰ্য উঠবে জেগে আড়মোড়া ভেঙে, হাই তুলে


দাঁতনকাঠি নিয়ে বিগুলঝোরার দিকে চলে যাবে এক্কার বউ

দাঁত মেজে, কুলকুচো করে, তুলে আনবে আঁচল ভরে জলগুগলি

ঠিক দশটায় গুগলির ঝোল দিয়ে আমরা সকলে খাব মারুয়ার রুটি


 ডবলির হাটে আমিও গজা কিনি সকলের সাথে; তখন বিকেল

ভাতের পচাই খাব নিঝঝুম রাতে, এখন চলবে শুধু তার পচনের খেলা

জোনাকি আসবে উড়ে একটাদুটো এক্কার বউটির সোমত্থ স্তনে

গোসাপের মাংস কি তার চেয়ে সুস্বাদু হয়? জোনাকিরা জানে

মাদল বাজাব ঘণ্টাখানেক, ততক্ষণে জেগে যাবে যত ছিল কাম

তারপর বিশাল জরায়ু হয়ে জেগে উঠছে হিন্দুপাড়ার সুনশান মাঠ

তারপর দূরে এক গণিকাবাড়িতে জ্বলে উঠছে আলতো লন্ঠন

তারপর একটি আস্ত ডবলির হাট ঘিলুতে পুরে আমি একা একা হাঁটি

আমি হাঁটি অন্ধকার মঙরির সাথে; তখন খুব অতর্কিতে রাত হয়ে যায়

হিম এসে লেগে যায় ফ্রান্সিসের হাতে, বুঝেছি এখন, হিম হল এক্কার বউ


২টি মন্তব্য:

  1. ALOk KUMAR সুন্দর ও আধুনিক বাস্তবের প্রতিচ্ছবি I আলাপ ও বিলাপ আছে I ধন্যবাদ 🌹🌹🌹🌹

    উত্তরমুছুন
  2. আস্ত ' হিম আজ এক্কার বউ ' আমার অন্ধকার ঘিলুকে করেছে জোনাকি ...কবিকে টুপি খুলে কুর্নিশ ...❤

    উত্তরমুছুন

thank you so much