চেনা সুর
আমার চেনা এ বাঁশির সুর
কে সে! বাজালো বহুদূর,
এ যে দেহ মন উঠলো আমার শিহরে।
মন বলেছে ছাড়বি এখন ঘর
জুড়াতে পোড়া এ অন্তর,
আজ তুই তাকাস না আর ফিরে।
প্রেমের বাতাসে দুলছে মন
বয়ে যাচ্ছে মধুর লগন,
মন টিকে না চার দেয়ালের নীড়ে।
সুরে ভরা দূরের ডাকে
সব বেদনা হয়ে ফিকে,
শেষে এলো বুঝি সু-কাল ফিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much