০৩ সেপ্টেম্বর ২০২১

প্রমি জান্নাত




 প্রিয় আপনি



ভালো আছেন নিশ্চয়ই। কি করা হয় আপনার আজকাল! আমাকে ভাবার অবসর হয় কি?

আমি যেভাবে আপনাকে দেখবো বলে চাতক পাখির মতো প্রহর গুণি আপনিও কি তাই? রাতের উজ্জ্বল চাঁদ টা দেখে খোলা আকাশের নিচে শীতল পাটির ছোঁয়ায় আপনার সাথে গল্প মাখতে ইচ্ছে হয়। আপনিও কি তাই ভাবেন?


নাকি আপনার রাত কেটে যায় ভুল প্রেমিকার সাথে ফোনালাপে! নাকি আপনি বেঁচে থাকেন কোনো পবিত্র চোখের ভালোবাসার মাঝে ভুল মানুষ হিসেবে! আপনি কোথায় থাকেন জানি না তবে আপনি সবসময় আমার প্রার্থনায় থাকেন।


বারবার ভুল প্রেমিকার প্রেমে পরাজিত হয়ে চোখে জল আসা মানুষ টা আমার হোক। শুদ্ধতম ভালোবাসা কে অবহেলায় পায়ে ঠেলে যে পুরুষ সে আমার "আপনি" না হোক।।


একদিন হুট খোলা রিক্সায় ঘন্টার পর ঘন্টা শহরের অলিগলি ঘুরবো।

বাদাম ভাজা, ভেলপুরি থেকে ফুচকা বিলাসে ভালোবাসা উড়াবো। একদিন আপনার সমস্ত ক্লান্তি শুষে নেব বৈশাখী স্পর্শে।

সেদিন টা খুব বেশি দূরে নয় প্রিয়।

অপেক্ষায় থাকবেন, আমি অপেক্ষাতে পথ চলি।


দীর্ঘসময় পর হয়তো আমরা কাছাকাছি থাকার জন্য আর কোনো কারণ খুঁজে পাব না। 

তবুও আমরা কেউ কাউকে ছেড়ে যেতে পারব না।

দায়বদ্ধতার অভ্যাসে নয়; কেবল মাত্র ভালোবাসার স্বভাবে। 

কাছাকাছি থাকলে শূণ্যতা আপনাকে ছুঁবে না জানি কিন্তু যদি না থাকি সেই শূণ্যতা টুকু সহ্য করার শক্তি আপনার কখনোই না হোক। 

ভালোবাসি নাই বা বললেন।আমাকে ছাড়া থাকতে পারবেন না কেবল এই স্বভাবে নাহয় একজন্ম পাশেই থাকলেন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much