২২ জুলাই ২০২৪

কবি দেবব্রত সরকারের কবিতা "মিস্টেক"




"মিস্টেক"
দেবব্রত সরকার

কিছুটা এইরকম কেও চাই
হাত পেতে 
তারপর হারিয়ে ফ্যালে 
অথবা
থেকেও ইংরেজি শব্দ "মিস্টেক"
আমি এখনো আছি 
হাতের মুঠোই 
অথবা 
"মিস্টেকে"

০৫ জুলাই ২০২৪

কবি দেবব্রত সরকারের লেখা কবিতা "ময়দান"



ময়দান
দেবব্রত সরকার

আমি লড়াই করবো এমন ভাবিনি
কিন্তু যেদিন আমি আমার মায়ের গর্ভে প্রথম এলাম 
সেদিন আমি প্রথম লড়াই শুরু করেছিলাম জিতেই
কারণ কোটি কোটি আমার মতো শুক্রাণু যুদ্ধ করে ছিনিয়ে নিতে চেয়েছিল আমার মায়ের কোল
জিত তারই হয় যে লড়াইয়ের ময়দানে থাকতে শিখেছে।

সমস্ত ক্ষেত্রেই লড়াই 
সে জন্ম হোক বা মৃত্যু 
আর এই চক্রের মধ্যেই সমস্ত জীবনের লড়াই 
সে রাজনৈতিক হোক বা সামাজিক
প্রেম হোক বা শত্রু, সব্বাই বড় হতে চাই মানে জিততে চাই
ভালো কিংবা মন্দ । 
তবে যে সমস্ত ধর্মগ্রন্থ অথবা সাহিত্য পড়েছি তাতে জয় সত্যের দেখেছি ।
আজও জীবনে বেঁচে থাকার লড়াই চলছে আগামীতেও চলবে ।

আমি ময়দান ছেড়ে যাবোনা
যাবোনা কারণ
হারতে হলে ঐ ময়দানেই হারতে হয়
আর জিততে হলে ঐ ময়দানেই জিততে হবে।