৩০ মে ২০২৪

কবি সানি সরকারের কবিতা "দগ্ধ - মৃত - গাছ"

সানি



দগ্ধ-মৃত গাছ 
সানি সরকার 



দগ্ধ গাছ মৃত গাছ শব্দ করে না 
দগ্ধ গাছে মৃত গাছে কোনও পাতার 
পোশাকও থাকে না 

সময়ে অসময়ে পাখিরা উড়ে এসে বসে 
প্রাণ ও রক্তহীন ডালপালায় 
গাল-গপ্পো করে, সিগারেট পোড়ায়… 

দগ্ধ ও মৃত গাছের সৎকার হয় না 
মাটিতে কিংবা আগুনে, কেবল
পাশ্ববর্তী পড়শিরা ধিক্কার 
ও তাচ্ছিল্য ছুঁড়ে দেয় 
আর তাতেই শান্তি 
আর তাতেই মুক্তির দিকে যাওয়া 

দগ্ধ-মৃত গাছ শব্দ করে না 
রক্ত ও প্রাণ শূন্য গাছের
ধ্বনি থাকে না, বাক ও বাক্য থাকে 

মৃত্যুর পরে চোখ দু'টো 
ঠুকরে নেয় তৃষিত শকুন ও মাটিবাসী জীব…
নাভিটি নিয়ে যায় 
বরফের মতন শান্ত কেউ 
তারপর বয়ামে পুরে নেয় 

তথাপি ক্ষণে ক্ষণে অপেক্ষা তাঁর-
বরফের দেওয়াল কাটতে কাটতে 
কখন আসবে নেকড়েটি  
যে খিদে সহ্য করতে না পেরে 
শিকড়ের নিচ থেকে, হঠাৎ  
কোনও এক চন্দ্রপক্ষে শিকারে গিয়েছে 


🪔২৯ মে ২০২৪। রাত ২:২৩। বুধবার